• সর্বশেষ আপডেট

    আনোয়ারায় ৩ ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা!


    মোঃওসমান, আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়  বৃহস্পতিবার (২২ অক্টোবর)   ৩ টি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

     এ সময় আদর্শ মান বহির্ভূত ঔষধ বিক্রয়, অনুমোদন বিহীন ঔষধ সংরক্ষণ, ঔষধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ রক্ষণাবেক্ষণ না করা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়সহ  বিভিন্ন অনিয়মের কারণে ৩ টি ফার্মেসীর মালিককে মোট ৩০,হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। 

    অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আনোয়ারা, চট্টগ্রাম এবং অভিযানে সহযোগিতা করেন সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  তানভীর হাসান চৌধুরী বলেন,"আনোয়ারা সদরের উক্ত ফার্মেসি গুলো নিম্নমানের ঔষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।

    তিনি আরো বলেন আনোয়ারা গণমানুষের সু-সাস্থের কথা চিন্তা করে অভিযান অভ্যাহত থাকবে।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০