• সর্বশেষ আপডেট

    সরকারি আদেশ অমান্য করায় প্রধান শিক্ষক কে অর্থদন্ড!

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের কাপাসিয়ায় কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে সরকারি আদেশ অমান্য করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে প্রশংসাপত্র বিতরণে জন প্রতি ৫০০ টাকা করে নেয়। অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে এক হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা। বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা।

    ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে কড়িহাতা উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ৬৮ জন শিক্ষার্থীর কাছ থেকে পাঁচশত টাকা করে নেন। ওই সময়  নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই দুই শিক্ষার্থীর  টাকা ফেরৎ দেন বাকি ৬৬ জন শিক্ষার্থীর টাকা এক সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পত্র দেওয়ার নির্দেশ প্রধান করেন। কড়িহাতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান কে সরকারি আদেশ অমান্য আইনে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

    উল্লেখ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    প্রকাশিত: মঙ্গলবার ০৮, সেপ্টেম্বার ২০২০