ময়মনসিংহের নান্দাইলে হাওড় ভ্রমনের মাক্রোবাস পিকআপ সংঘর্ষ। বাবা ছেলের মৃত্যু আহত ১১
মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের ডাংরি নামক স্থানে পিকআপ মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছে পিতাপুত্র।আহত হয়েছেন নারিপুরুষসহ আরো ১১ জন। আহতদের নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়েছে। নান্দাইল হাইওয়ে থানার ওসি মন্জুরুল হক এই খবর নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন বাবা এমদাদুল মোকাম্মেল ফাহাদ (৩২) ও তার ছেলে তুরান (৫)।
ওসি জানান, সকাল সাড়ে নয়টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। শেরপুর জেলার বকশীগনজ থেকে একটি হাইয়েস মাইত্রোবাসে করে নিকলী হাওর ভ্রমনে যাচ্ছিল গোষ্টিগত একটি পরিবারের দুই শিশু ও নারীসহ ১৩ জন। ডাংরি নামক স্থানে মাইক্রো বাসটির সাথে ময়মনসিংহগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই হতহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতহতদের উদ্ধার করে।
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০