Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  বাগমারার শুভডাঙ্গায় শোক দিবসের প্রস্তুতি ও পরিচিতি সভা

  মুকুল হোসেন, (বাগমারাপ্রতিনিধি) যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে শুভডাঙ্গা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগষ্ট) বিকেল ৪ টায় মচমইল ডিগ্রী কলেজের হলরুমে প্রস্তুতি সভার আয়োজন করে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ।

  ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শোকসভার বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়া উদ্দীন আহমেদ, ইউনিয়ন আ’লীগের সদস্য মাস্টার আব্দুল মজিদ শেখ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি শাহরিয়া আলী, সমরেশ কুমার, মাহাবুর রহমান, আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক পলাম মীর, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ত্রাণ সম্পাদক ফরিদ উদ্দীন, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন প্রমূখ।

  উক্ত প্রস্তুতি সভায় ইউনিয়ন আ’লীগের নব-গঠিত কমিটির সগস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা শেষে জাতির জনক সহ তাঁর পরিবার এবং আ’লীগ ও অংগসহযোগি সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  প্রকাশিত: বুধবার ১২, অগাস্ট ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad