• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিক গেনু না ফেরার দেশে

    মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের   নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক  দৈনিক সংবাদ ও দৈনিক জাহানের নান্দাইল উপজেলা প্রতিনিধি মো.কামরুজ্জামান খান গেনু(৫৫) শুক্রবার  রাত ১ টা সময  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজিউন)  দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।স্ত্রী নাবালক ২ পুত্র ২ কন্যাসহ আত্মীয়স্বজন অসংখ্য গুনগ্রাহী শুভাকাংখী রেখে গেছেন।

     শনিবার আছরের নামাজের পর মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে নিজ বাড়িতে জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় সর্বস্তরের জনতা অংশ গ্রহন করেন।

    প্রকাশিত: শনিবার ২৫, জুলাই ২০২০