• সর্বশেষ আপডেট

    গাজীপুরে সরকারী কাবিখার ১৭ টন গম উদ্ধার

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ গাজীপুরে সরকারী কাবিখার ১৭ টন গম উদ্ধার -  দুই কালোবাজারি আটক


    র‍্যাব  এর অভিযানে গাজীপুরের নাওজোড় এলাকা থেকে সরকারি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ( কাবিখার ) ১৭ টন গমসহ দুই কালােবাজারি আটক। শনিবার রাতে র‍্যাব -১ এর পােড়াবাড়ী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    আটকৃতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর রুনসি এলাকার শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) এবং টাঙ্গাইলের ভুয়াপুর থানার চর কয়ড়া এলাকার হাফিজুর রহমান ( ১৮ )। র‍্যাব জানায় , গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অসাধু ও কালােবাজারিরা কাবিখা কর্মসূচির গম কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে ট্রাকে করে বিক্রির জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

    এমন সংবাদের ভিত্তিতে সকাল সােয়া ১০ টার দিকে ওই ক্যাম্পের একটি আভিযানিকদল নাওজোড় বাইপাস মােড় এলাকায় মহাসড়কে চেকপােস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন । অভিযানকালে ট্রাকে ভর্তি ৩৪০ ( ১৭ টন ) বস্তা সরকারি গম উদ্ধার করে  এবং ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
    আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

    প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২০