• সর্বশেষ আপডেট

    তিস্তার পানি বৃদ্ধিতে বিদ্যানন্দ ইউনিয়নের প্রায় শতাধিক বসত বাড়ী পানির নিচে।



    মাসুদ রানা,রাজারহাট:  রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বেশ কিছু জায়গায় তলিয়ে গেছে তিস্তার পানি বৃদ্ধির ফলে।

    সরজমিনে ঘুরে দেখা যায় বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দে নিচু চরে প্রায় ৫০টি বাড়ী তলিয়ে গেছে তিস্তার পানি বৃদ্ধির ফলে।এছাড়াও বিদ্যানন্দ মৌজার দাস পাড়ায় প্রায় ৩০/৪০ টি বাড়ী পাড়ামৌলা,রতি ও চতুরা মৌজায় আরও ৩০টি বাড়ী তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে।পানি বন্দী হয়ে পড়েছেন প্রায় ৩০০ মানুষ সহ অসংখ্য গবাদি পশু।বাড়ীর উঠানে ও ঘরে পানি উঠায় মানুষের রান্নাবান্না সহ স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে।এছাড়া বন্যার কারনে চরাঞ্চলের মৌসুমি শস্য বাতাম,পাট ও ধান সহ তলিয়ে গেছে সাক সবজির আবাদ।চর বিদ্যানন্দের বাসিন্দা রাজ্জাক,মান্নান ও মনসুর বলেন প্রতি বছর এই বন্যায় আমাদের অনেক কষ্ট করতে হয়,সরকার যদি বন্যায় সময় পানিবন্দী মানুষের জন্য এখানে একটা আশ্রয়ন নির্মাণ করে দিতেন আমরা সেখানে গিয়ে আশ্রয় নিতে পারতাম।


    প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২০