• সর্বশেষ আপডেট

    দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত আরও ২৭৩৫


    দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন  আরও ৪২ জন।এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। 

    দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪ টি। 

    সোমবার (০৮ জুন) দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

    এর আগে, গতকাল রবিাবার ২ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন।

    উল্লেখ্য, বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তের তিন মাস পূর্ণ হলো আজ। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। এর মধ্যেই পৃথিবীজুড়ে আক্রান্তের শীর্ষ ২০ দেশের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ।


    প্রকাশিত: সোমবার, ০৮ জুন, ২০২০