• সর্বশেষ আপডেট

    করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

    করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
                                
    দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন।

     এখন পর্যন্ত করোনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। কিন্তু এবার ঘটলো হৃদয় বিদারক এক ঘটনা। করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন।

    রাজধানীতে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের এক সদস্যের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মঘাতী পুলিশ সদস্য হলেন বিশেষ শাখার(এসবি)কনস্টেবল তোফাজ্জল হোসেন। খিলগাঁওয়ের একটি ৫ তলা ভবনের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন।


    খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তিনি সংশয়ে ছিলেন। স্ত্রীর কাছে করোনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

    তিনি জানান, সোমবার সকাল পৌণে ৮ টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এরপর বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। পরবর্তীতে বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।


    কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে খিলগাঁওয়ের ভবনটিতে থাকতেন।

    দিগন্ত নিউজ ডেস্ক/কেএস

    প্রকাশিত: সোমবার, ০৪ মে, ২০২০