• সর্বশেষ আপডেট

    ১০ টাকা চাল এ অনিয়ম, ইউপি সদস্যের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড | Digonto News BD


    আল আমিন,ঝালকাঠি:: খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কার্ডের পরিবর্তে স্লিপের মাধ্যমে দেওয়ার অপরাধে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর  ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রেজাউল করিম সোহাগকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    জানা গেছে, ইউপি সদস্য সোহাগ সরকারি আইন অমান্য করে চাল কার্ডের পরিবর্তে স্লিপের মাধ্যমে বিতরণ করে আসছিল। এ ঘটনা এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে বুধবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউপি সদস্য সোহাগকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার জানান, সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউপি সদস্য সোহাগকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


    প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০