• সর্বশেষ আপডেট

    হোমসের বিমানঘাঁটিতে ইজরায়েলি বিমান হামলা



    সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।


    ইজরায়েলি বিমান হোমস প্রদেশের প্রধান T4 এয়ারবেসে হামলা চালিয়েছে । সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলায় বেশ কিছু মিসাইল ভূপাতিত করে যা বস্তুগত ক্ষতি করে।

    সেনাবাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, চারটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানে প্রতিরক্ষা ব্যবস্থা বাধাগ্রস্থ করেছে এবং আরও বেশ কয়েকটি ধ্বংস করেছে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ' র তথ্যমতে, রাত ১০টা (20:00 জিএমটি)-এ সংঘটিত এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "ইস্রায়েলি বিমান বাহিনী নতুন আগ্রাসন চালিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমাদের বিমান প্রতিরক্ষা শত্রুদের ক্ষেপণাস্ত্রগুলির মুখোমুখি হয়েছিল।"

    ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

    সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রাথমিকভাবে বলতে পারেনি, তালপাতা শহর থেকে 40 কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত প্রধান বিমানঘাঁটিতে হামলার পেছনে কারা ছিল । ইজরায়েল ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে অভিযোগ করেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি বেশ কয়েকবার লক্ষ্য করেছে।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০