• সর্বশেষ আপডেট

    বিশ্ব সুন্নী আন্দোলনের মহান ঈদে মেরাজ শরীফ সম্মেলন পালন


    আল্লাহতাআলা তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে
    প্রত্যক্ষ সাক্ষাত প্রদানের মাধ্যমে সৃষ্টির নিকট স্বয়ং আল্লাহতাআলার প্রথম প্রত্যক্ষ প্রকাশের
    অতুলনীয় মহাউপলক্ষ, সমগ্র সৃষ্টির জন্য অসীম করুণার উৎস, মহাগৌরবময় মহান ঈদে মেরাজ শরীফ উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন- হালিশহর থানা শাখার উদ্যোগে হালিশহর ফইল্লাতলী বাজার কুটুমবাড়ী ক্লাবে আলোকময় মহান ঈদে মেরাজ শরীফ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক
    আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা
    মুফতি রেজাউল কায়সার। রায়হান মোস্তাকের সঞ্চালনায় উক্ত মাহফিলে বিশেষ মেহমান
    হিসেবে বক্তব্য রাখেন আল্লামা আউয়াল কাদেরী।

     বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট নুসরাত আফরিন নোহা, নাফিস মোবাররাত, রেজাউল করিম, আল্লামা নূর হোসেন হেলালী, হাফেজ জামসেদ, আমির হোসেন, আশরাফুল আলম (জুয়েল), মঈনউদ্দীন (মনি), সাহফুল ইসলাম, এন এম হোসাইন, ইকরামুল ইসলাম(তানিম), হুসনে আরা বেগম (কুসুম), কামরুন নাজাত, ইন্ধিসঢ়;জনিয়ার হাজেরা আকতার মাহি, রাবেয়া মোবাস্বেরা, সাহানা আকতার(পারুল), ফাহমিদা আক্তার লিজা, ফাহমিদা ইফতেখার(লুবনা), রিয়াজ আহমেদ(মন্না), আনোয়ারুল হক, এমদাদ আহমেদ (কায়েস) প্রমুখ সুন্নী নেতৃবৃন্দ ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

    নেতৃবৃন্দ বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
    সাল্লামের এ মহামিলন মানবজ্ঞানের অতীত অচিন্তনীয় এ প্রত্যক্ষ দর্শন সকল সৃষ্টি ও সমগ্র
    মানবমন্ডলী এবং বিশেষভাবে সকল মুমিনের জন্য অসীম রহমত, অবর্ণনীয় দান, অতুলনীয়
    গৌরব, অনন্ত খুশি ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়। তাঁরা বলেন, প্রাণাধিক প্রিয়নবীর এ
    প্রত্যক্ষ সাক্ষাত আমাদের সবারই পরোক্ষ সাক্ষাত এবং আমরা মুমিনগণ ও সমগ্র সৃষ্টি সবাই
    এ মহান মেরাজ শরীফে জড়িত এবং মহান মেরাজ শরীফের রহমত, বরকত ও আলোকধারায় যুক্ত।

     সত্য ও জীবনের উপলব্ধি এবং সকল মিথ্যা-মুর্খতা-আঁধার-বিপর্যয় থেকে সুরক্ষা ও মুক্তির জন্য
    অতুলনীয় অপরিহার্য্য এ মহান উপলক্ষের মহিমা ও তাৎপর্য্য উপলব্ধির জন্য ও এ মহান উপলক্ষের শোকরিয়া উদ্ধসঢ়;যাপনের বিষয় উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ২৬শে রজব রাষ্ট্রীয় ছুটি যেমন সহায়ক হবে তেমনি এ মহান উপলক্ষকে সম্মান প্রদর্শন করা হবে।

     তাঁরা বলেন, রাষ্ট্রীয় ছুটি না থাকায় দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আত্মার বন্ধন এ মহান উপলক্ষ উপেক্ষিত হচ্ছে এবং উদ্ধসঢ়;যাপনে যেমন সমস্যা হচ্ছে তেমনি ঈমানী অস্তিত্বের ধারক এ মহান উপলক্ষের অতিঅপরিহার্য্য তাৎপর্য বিলুপ্ত হয়ে জীবন ও দুনিয়া আঁধারে নিমজ্জিত হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্ব সুন্নী আন্দোলন সকল পীর মাশায়েখ-ওলামায়ে কেরাম-শিক্ষাবিদ, সকল খানকাহ-মাদ্রাসা-দরবার এবং দুনিয়ার সকল মুমিন ভাইবোন ও আল্লাহতাআলাকে বিশ্বাসী সকল সত্যপ্রিয় মানুষের পক্ষ থেকে ঈমানী প্রাণের দাবী হিসেবে এ আবেদন জানাচ্ছি।


    প্রকাশিত: রবিবার ১৪ মার্চ, ২০২১