• সর্বশেষ আপডেট

    এবার দুদকের জালে সমালোচিত ডা. ফয়সাল ইকবাল!


    দিগন্ত ডেস্কঃ অভিযোগ তদন্তে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসকসহ ৫ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের তলব করা হয়।

    দুদকের একটি সূত্র অনিয়ম তদন্তে এ পাঁচজনকে তলবের বিষয়টি  নিশ্চিত করেছে।  
    তলব করা চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা হলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী, টেন্ডার শাখার প্রধান মঈনুদ্দিন আহমেদ ও তার স্ত্রী অফিস সহকারী কানিছ ফাতেমা, হিসাব বিভাগের কর্মকর্তা শাহজাহান ও ব্লাড ব্যাংকে কর্মরত তাকবির হোসেন।

    অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তাকবিরকে আগামী ২৫ নভেম্বর এবং বাকিদের ২৬ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুদক চট্টগ্রাম কার্যালয়ে হাজির হতে নির্দেশনা দেয়া হয়েছে।


    প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০