কুমিল্লার সদর দক্ষিণে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক
এম এ বাশার, কুমিল্লাঃ- কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমান মাদকসহ নুর মোহাম্মদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব- ১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা, ১.৩ কেজি গাঁজা ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্রমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া নুর আহাম্মদ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের আবুল হাসেমের ছেলে।
র্যাব জানায়, গত রাতে র্যাব- ১১ সিপিসি- ২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ থানাধীন জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২,১১০ পিস ইয়াবা, ১.৩ কেজি গাঁজা ও ২১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদকে আটক করে। এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০