• সর্বশেষ আপডেট

    টাক মাথার মানুষেরা করোনা আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে

    টাক মাথার মানুষেরা করোনা আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে

    যাদের মাথায় চুল কম/টাক মাথা করোনভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে,যুক্তরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক কার্লোস ওয়ামবিয়েরের নেতৃত্বে এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। খবর টেলিগ্রাফ।

    গবেষণায় দেখা গেছে, টাক থাকলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর টাক মাথার লোকদের করোনায় আক্রান্ত হওয়ার এই্ লক্ষণকে ‘গ্যাবরিন সাইন’ নাম দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ফিজিশিয়ান ডা. ফ্র্যাংক গ্যাবরিনের মৃত্যুর পর লক্ষণটির এই নামকরণ করা হয়। কেননা ডা. গ্যাবরিন টেকো ছিলেন।


    গবেষণায় দেখা গেছে, পুরুষদের শরীরে নিঃসৃত হরমোন অ্যন্ড্রোজেন শুধুমাত্র চুল পড়াতে প্রধান ভূমিকা রাখে না, শরীরে করোনাভাইরাসের আক্রমণের ক্ষমতাও বাড়িয়ে দেয়।

    করোনা সংক্রমণের এই লক্ষণ জানার পরই, চুল পড়া কমানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধ নিয়ে করোনা সংক্রমণ কমানো যায় কি না তার গবেষণা শুরু হয়েছে।

    এক গবেষণায় দেখা গেছে, স্পেনের মাদ্রিতে তিনটি হাসপাতালের করোনা রোগীর ৭৯ শতাংশই টেকো মাথার।


    প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২০