• সদ্যপ্রাপ্ত সংবাদ

    কলাপাড়ায় ১টি তক্ষকসহ ৪ বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ।

    বন্যপ্রাণী পাচারকারী গ্রেফতার

    রাসেল কবির মুরাদ , কলাপাড়া-পটুয়াখালীঃ- কলাপাড়ায় একটি তক্ষকসহ ৪ বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার সবুজবাগ সংলগ্ন মার্কাজুল তাওফিজ মডেল মাদ্রাসা ভবনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান এ তথ্য জানান ।

    পুলিশ সুপার মইনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে জাকারিয়া আকন, রিয়াজ উদ্দিন আকন, জলিল মৃধা ও সুজাকে একটি তক্ষকসহ হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত তক্ষকটির ওজন অনুমান ১৩০ গ্রাম এবং লম্বা অনুমান ১২.৫ ইঞ্চি। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তক্ষকটি অন্যান্য সহযোগীদের সহায়তায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে কলাপাড়ায় এনেছে এবং এটি পাচার করার জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় বন্যপ্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০