কুয়েট ছাত্রের খুলনা মোংলার চিকিৎসকদের জন্য ফেসশিল্ড উৎপাদন | Digonto News BD
আজিজ মোড়ল, মোংলা:: কোভিড -১৯ দুর্যোগে চিকিৎসকদের সুরক্ষার জন্য স্থানীয় উপকরন দিয়েই ফেসশিল্ড বানাচ্ছে মোংলার সন্তান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র প্রেসিডেন্ট স্কাউট সুমিত চন্দ।
বাসায় থেকে করোনা প্রতিরোধে কম রিসোর্সে ভেন্টিলেটর তৈরীর গবেষনার পাশাপাশি স্থানীয় চিকিৎসকদের মধ্যে পিপিইর সাথে ফেসশিল্ডের অভাব নজরে আসার সাথেই মোংলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও পরিবেশকর্মী জনাব নুর আলমের সহযোগিতায় প্রথম পর্যায়ে প্রায় ১০০ টি ফেসশিল্ড তৈরি করে বিনামূল্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় স্বাস্থ্যকর্মী সহ সাংবাদিকদেরকেও দেওয়া হয় এই ফেসশিল্ড।
খুলনা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালেও বিনামূল্যে এই ফেসশিল্ড বিতরন করার প্রক্রিয়া চলমান রয়েছে। মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ আব্দুল বাতেন সাহেবের ছেলে শাহীন সাইফুল্লাহ এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী চিকিৎসকের আর্থিক সহযোগিতায় এই উৎপাদন প্রক্রিয়া চলমান রয়েছে। সামনে আরো বড় পরিসরে এই ফেসশিল্ড উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০