Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  অভুক্ত নির্বোধ প্রাণীদের পাশে দাঁড়ালো বগুড়ার পশুপ্রেমীরা

  মনিরুজ্জামান,বগুড়া প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে বগুড়াসহ দেশের অধিকাংশ জেলাকে এর মধ্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে। যার কারণে যেমন কর্মহীন হয়েছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ ঠিক তেমনি বন্ধ হয়ে গেছে হোটেল, রেস্টুরেন্ট, টং এর দোকান সহ অনেক খাবারের দোকান। খাবার পাওয়ার জায়গাগুলো বন্ধ এবং জনসমাগম কমে যাওয়ায় প্রায় অভুক্ত থেকে যাচ্ছে নির্বোধ কুকুর সহ অন্যান্য প্রাণীরা। যার ফলে পাড়ায় মহল্লায় এবং অলিতে গলিতে দেখা যায় নির্বোধ কুকুর সহ অন্যান্য প্রাণীরা ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে। এমন অবস্থায় বগুড়ায় বিভিন্ন এলাকার পশুপ্রেমীদের নানারকম উদ্যোগের পাশাপাশি অসহায় নির্বোধ এইসব প্রাণীদের প্রতিদিন খাওয়ানোর মানবিক দায়িত্ব তুলে নিলেন বগুড়ার ঠনঠনিয়া মোল্লাপাড়ার একদল পশুপ্রেমী স্বেচ্ছাসেবক। তারই ধারাবাহিকতায় ২৯ শে এপ্রিল বুধবার রাতে ঠনঠনিয়া এলাকার বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্না করে কুকুরকে খাওয়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পশুপ্রেমী স্বেচ্ছাসেবক মহান, হারুন, তারেক, ওলি, বাদল সহ আরো অনেকে।


  পশুপ্রেমী স্বেচ্ছাসেবকরা বলেন,করোনা মোকাবেলায় কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশাপাশি আমাদের সকলের উচিত অভুক্ত নির্বোধ প্রাণীদের পাশে দাঁড়ানো। তাদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা। প্রত্যেকের বাড়ির বেঁচে যাওয়া খাবার থেকে এ ব্যবস্থা করা সম্ভব। আমরা সাধ্য মত চেষ্টা করব এসব অভুক্ত নির্বোধ প্রাণীদের পাশে দাঁড়ানোর।


  প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad