• সর্বশেষ আপডেট

    ক্রাইস্টচার্চের সেই মসজিদে ফের হামলার হুমকি


    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে উগ্রবাদী খ্রিস্টান যুবকের নৃশংস হামলার বছর না পেরোতেই আল-নূর মসজিদে নতুন করে হামলার হুমকি দেয়া হয়েছে। ক্রাইস্টচার্চের স্থানীয়দের কাছে এ ধরণের হুমকি এসেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।

    নিউজিল্যান্ড পুলিশ জানায়, গোপন বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে মসজিদটিতে নতুন করে হামলার হুমকি দেয়া হয়েছে।অবশ্য কিছুক্ষণ পরই তা মুছে দেয়া হয়।

    নিউজিল্যান্ডের গোয়েন্দা সূত্র জানায়, উগ্র ডানপন্থীরা টেলিগ্রাফ এ্যাপকে তাদের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি এক যুবক কালো মাস্ক ও হ্যাড পরে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের সামনে গাড়িতে বসে আবারও হামলা চালানো হবে বলে হুমকি প্রচার করে। এ খবর পাওয়া মাত্রই নিউজিল্যান্ডের গোয়েন্দা বাহিনী তদন্ত শুরু করেছে।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ হত্যাকাণ্ড চালায় এক শ্বেতাঙ্গ জঙ্গি। এ ঘটনায় ৫১ জন মুসল্লি নিহত হন। সেদিন মসজিদটিতে নামাজ পড়ার কথা ছিল সে সময় নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের। সেদিন তারা অল্পের জন্য বেঁচে যায়।সে সময় ওই হামলাকে নিউজিল্যান্ড সরকার সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয়।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০